রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে শিক্ষার্থীদের মানববন্ধন

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রেণীকক্ষের ক্লাস চলাকালে বহিরাগত যুবকদের স্কুল মাঠে ফুটবল খেলায় বাঁধা প্রদান করায় মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র করের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বখাটে যুবকেরা। গত শনিবার বিকেলে এঘটনা ঘটে এবং তাকে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার সকালে স্কুল মাঠে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। তারা হামলাকারী বখাটে যুবক উত্তম রায়, অভিজিৎ বসু, সতাব্দ বিশ্বাস সহ সকল হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানায়।
স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা জানায়, স্কুল মাঠে বহিরাগতদের খেলায় বাঁধা দেয়ার পরে তারা উত্তেজিত হয়ে শিক্ষকদের ওপর হামলা চালাতে আসলে খবরপেয়ে এলাকার ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন