সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেবাসহ ১১-দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশুরা। ‘মানবতার মুক্তি চাই, শিশুশ্রম বন্ধ কর, শিক্ষা আমার অধিকার’ এই স্লেøাগান সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচিতে দু’শতাধিক শিশু অংশগ্রহণ করে। সদর উপজেলার রেউই বাজারে গতকাল শনিবার সকালে হাওয়ালখালী মানবতার তরুণ সংস্থার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্রোহী আলাউদ্দীনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, শিক্ষক মহাসিন আলী, আবু সাইদ, আমিরুল ইসলাম, মাও. জালালুদ্দীন, রোকনুজ্জামান, নাজমুল আহসান প্রমুখ। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির সেবা করতে হবে আজকের এই শিশুদের। তারা এসময় শিশুদের বাসযোগ্য পৃথিবী নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন ও ১১ দফা দাবি পেশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন