শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গ্যাসের আগুনে দগ্ধ ৭

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পুরান ঢাকার গোরিয়ার ঢালকানগরে রান্নাঘরের গ্যাসের আগুনে দুই শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টিনশেড ওই বাড়ির দুটি ঘরে আগুন লাগে।
সরবরাহ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধরা হল- দুই ভাই বোন শুভ (৮) ও শরিফা (১৩), তাদের বাবা মো. শরিফ (৪৫), মা সাহিদা (৩৫), খালা শাহনাজ (২৮), খালু আলী হোসেন (৪০) ও নানি আলেয়া বেগম (৫০)। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে কারও কারও শরীরের ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের চারজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওসি রাজ্জাক বলেন, ওই পরিবার রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন