সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভিজিএফ’র গম চুরির অভিযোগে দফাদার চৌকিদার বরখাস্ত

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুর পার্বতীপুরে ভিজিএফ এর গম চুরির অভিযোগ ও কর্তব্যে অবহেলা কারণে দফাদার ও চৌকিদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলো দফাদার হানিফ সরদার ও চৌকিদার নবী হোসেন। গত ২৮ জুন পরিষদের সিদ্ধান্তক্রমে তাদের বরখাস্ত করা হয় এবং মামলা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন ইউপি চেয়ারম্যান আজগর আলী। জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের ১৯০৯ জন দুস্থ্যের জন্য ১৯ মেঃটন চালের পরিবর্তে ২৫ দশমিক ৩৩ মেঃ টন গম বরাদ্দ দেয়া হয়। গত ২৪ জুন ইউনিয়ন পরিষদ থেকে উক্ত বিতরন করা হয়। পরদিন রোববার ভোরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকলা বাজারে মন্মথপুর সর্দারপাড়ার আঃ জব্বারের পুত্র বাবু’র দোকান থেকে এলাকাবাসী ১১ বস্তা গম আটক করে। গমগুলো মন্মথপুর মুন্সিপাড়ার আবু হোসেনের পুত্র অহিদুল হক ও আইজউদ্দিনের পুত্র ফরিদুল কিনে দোকানে বাবু’র দোকানে রাখে। খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম থানা পুলিশের সহায়তায় ঐ দোকান থেকে পাচার হওয়া ১১ বস্তা গম উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ঐ ৩ জন কে আসামী করে থানায় মামলা করেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন