মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পৃথক অভিযানে পলাতক আসামিসহ আটক ৩

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক ও মাদক মামলার এক পলাতক আসামিসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, বুড়িচং থানার এসআই ফরিদ উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৪ জুলাই বিকেলে কুমিল্লা-বাগরা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ পাঁচোড়া সড়কের মাথায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময়ে বাগড়া থেকে শংকুচাইলগামী সন্দেহভাজন একটি সিএনজি দাঁড় করালে সিএনজিতে থাকা যাত্রী বেশে ২ দুই মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা কালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেট তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে নেশা ও উত্তেজনাকর ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীরা হলো কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. আ: মতিনের ছেলে মো. মাসুদ (২৮) ও একই জেলা উপজেলার শংকুচাইল গ্রামের মন্তাজ মিয়ার ছেলে মো. তারেক। এদিকে বুড়িচং থানার এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার বিকেলে বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আলাউদ্দীন (২১) নামের এক যুবককে কংশনগর বাজার থেকে আটক করে। সে বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মো. আবু ইউসুফ মিয়ার ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন