সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবাধে বালু পাচার করায় বিলুপ্তির পথে মাধবপুরের রাবার বাগান

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মাধবপুর উপজেলার শাহজীবাজার রাবার বাগান থেকে পাহাড় কেটে অবাধে পাচার হচ্ছে বালু। এতে ধ্বসের পথে এগিয়ে যাচ্ছে পাহাড়। কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের বৃহৎ রাবার শিল্প শাহজীবাজার। এর সঙ্গে রাবার বাগানের কতিপয় লোক জড়িত থাকার অভিযোগ উঠেছে। রাবার বাগান থেকে বালু উত্তোলনের কারণে পাহাড় ধ্বসে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বালু পাচারে প্রশাসন ব্যবস্থা নিলেও তা রোধ করতে পারছে না। সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার বৃহৎ রাবার বাগান হচ্ছে শাহজীবাজার রাবার বাগান। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক) এর আওতায় গড়ে উঠা এই বাগানটি ২ হাজার ১শ’ চল্লিশ একর জমির উপর অবস্থিত। আর ওই বাগানের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে মূল্যবান বালু। ওই বালু পাচারে জড়িয়ে পরে রাবার বাগানের এক শ্রেণির অসৎ কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা। প্রতিদিন পাহাড় কেটে ট্রাক্টরের মাধ্যমে শাহজীবাজারে স¤প্রতি গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন তারা। পাহাড় কেটে বালু নেয়ার ফলে গ্যাস লাইন সহ বিভিন্ন স্থাপনা ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানায়, সিন্ডিকেটগুলো এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায় না। রাবার বাগানের ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব রাবার বাগান থেকে বালু পাচারের কথা অস্বীকার করে বলেন, রাবার বাগান থেকে কোনো বালু পাচার ও এর সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। সহকারী কমিশনার টিনা পাল জানান, অবৈধ উপায়ে বালু পাচারের কেউ চেষ্টা করলে পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুবকের লাশ উদ্ধার সিলেট অফিস
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় এলাকায় সুরমা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন