মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে জরিমানা

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুুর গ্রামে বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নদী থেকে বড় বাধ অপসারণ ও বাঁধের বাঁশ, জাল জব্দ করা হয়। ইকবাল হোসেন বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ইউএনও ছাদেকুর রহমান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বেগবতি নদীতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় বড় বাধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এরপর বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমান ও বাঁধের বাঁশ ও জাল অপসারণ করা হয়। তিনি জানান, চিত্রা, বেগবতিসহ অন্য নদীতেও এই অভিযান চালানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন