সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল রিপা

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া গ্রামে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া ছাত্রী রিপা খাতুনকে তার পরিবারের পক্ষ থেকে গত বুধবার বাল্য বিবাহের উদ্দ্যোগ নিলে ঘটনাটি জানার পর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ওই ছাত্রী। জানা গেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আব্দুল জব্বার গাজির কন্যা ৫ শ্রেনীর ছাত্রী রিপা খাতুনকে জোরপূর্বক বিয়ে দেয়ার জন্য একই উপজেলার গড়ুইমহল গ্রামের ফজলুর রহমানের ছেলে আয়জুল গাজীর সাথে বিয়ের প্রস্তুতি নিলে বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বাল্য বিয়ে বন্ধের জন্য মেয়ের পিতা মাতা ও আত্মীয়-স্বজনদের জানায়। এক পর্যায়ে মেয়ের পিতা তার কন্যাকে বাল্যবিয়ে দেবে না বলে প্রশাসনের কাছে প্রতিজ্ঞা করে মুক্তি পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো: হায়দার আলী ৭ জুলাই, ২০১৭, ১১:২৯ পিএম says : 0
Good job.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন