সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর আহত ৬ আটক ২

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুুটপাট সহ হামলায় মহিলাসহ ৬জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ২জনকে আটক করেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত ওয়ারেছ আলীর পুত্র আব্দুল মতিন (৪২) এর সাথে একই গ্রামের মৃত নইম উদ্দিনের পুত্র আলতাফ হাজীর দীর্ঘ দিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বহু বার দেনদরবার ও মামলা মোকর্দ্দমা হয়েছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে অনেকবার উত্তেজনাও দেখাদেয়। এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে আলতাফ হাজীর লোকজন ও লাঠিসোটা নিয়ে আব্দুল মতিনের বাড়িতে আকস্মিক ভাবে হামলা চালায়। এ সময় মহিলাসহ ৪জন আহত হয়। হামলার শিকার আব্দুল মতিন জানিয়েছেন, হামলাকারীরা লাঠি, সোটা, দা, বল্লম ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে আকস্মিক ভাবে বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর সহ মারপিট শুরু করে। ঘটনার পর গ্রামবাসীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় তারা নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান সাংসারিক জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আলতাফ হাজী ও তার ছোট ভাই ধলু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন