সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতখানে মানববন্ধন ও সমাবেশ

ইউপি চেয়ারম্যানের মুক্তি ও ইউএনওর শাস্তির দাবি

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ভোলা থেকে এম. এ. বারী : ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বরখাস্ত হওয়া কারাবন্দি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন ভুইয়াকে নির্যাতনের পর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে এলাকার পরিবেশ। অবিলম্বে মোশাররফ চেয়ারম্যানের মুক্তির দাবিতে এবং দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামাল হোসেনের শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকার জনগন।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চরপাতা ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহে আলম কুট্টি মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, দৌলতখান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, হোসেন খাঁন, মজিবর হক ডাক্তার ও মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে মাহমুদ সুমন। এ সময় বক্তারা বলেন, ৩ নম্বর চরপাতা ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দকৃত জেলেদের চাল প্রকৃত কার্ডধারী জেলেদের না দিয়ে, ইউপি সদস্যরা ওই চাল আত্মসাৎ করার চেষ্টা করেন। চেয়ারম্যান মোমাররফ হোসেন ভূইয়া সেই চাল অসহায় জেলেদের মাঝে বিতরণ করতে গিয়ে গত ২৪জুন ইউপি সদস্যদের পক্ষ নিয়ে তাদের ইঙ্গিতে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মারধর করে রক্তাক্ত করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। তারা ইউএনও’র এ ধরনের অনৈতিক কার্যকলাপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অবিলম্বে কারাবন্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার মুক্তির দাবি জানান। চেয়ারম্যানকে মুক্তি না দিলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ভূঁইয়ারহাট থেকে কাজরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য গত ২৪জুন শনিবার জেলেদের চাল দেওয়ার সময় দৌলতখান উপজেলার ৩ নম্বর চরপাতা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়াকে মারধর করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় চেয়ারম্যন সমর্থকদের সঙ্গে মেম্বার সমর্থদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, চেয়ারম্যানকে মরধরের ঘটনা অস্বীকার করেন ইউএনও কামাল হোসেন।
একই দাবিতে গত ২৮ জুন ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের হাজার হাজার জনগন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন