সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেতাগী কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল এগারটায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি ও রশিদ বিহীন, প্রবেশ পত্রে অতিরিক্ত অর্থ ও আভ্যন্তরীন পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রতিবাদে মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রদক্ষিন করে। শেষে আজ রবিবার সকাল এগারটায় একই দাবিতে উপজেলা পরিষদের সম্মুখে সর্বদলীয় জনগণের ব্যানারে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষনা করে।
এসময় উপজেলা যুবলী গের সভাপতি জহিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি মো: শামীম, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: লিটন ফরাজি, বশিরুল আলম, উপজেলা ছাত্রলীগের সা:গঠনিক সম্পাদক শেখ সোহাগ, সোহেল আমিন,কলেজ ছাত্রলীগের নেতা ফাইয়াদ খান রাবিত,খাইরুল ইসলাম,নাজমুল ইসলাম ও রাজিব ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান উপলক্ষে কলেজে অতিথি হিসেবে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল‘র চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম, কলেজ পরিদর্শক ড. মো: লিয়াকত হোসেন থাকাকালীন সময়ে এ বিক্ষোভ প্রদর্শনের ঘটনাঘটে। বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ড চেয়ারম্যান থাকায় আমি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। তাই অপসারনের বিষয় আমি শুনিনি। তবে যে কেউ অপসারন চাইতে পারেন, এটা তাদের বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন