আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে ৪ মাদকসেবীর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান, উপজেলার সদাসদী এলাকার একটি পুকুর পাড়ে ৪ মাদকসেবীকে মাদক সেবনকালে পুলিশ হাতেনাতে আটক করে। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলো- সদাসদী গ্রামের আঃ বাতেনের ছেলে রাজু, বাদল মিয়ার ছেলে শাহাবুদ্দীন, দুলাল মিয়ার ছেলে আয়নাল ও আউয়ালের ছেলে মেহেদী হাছান। এদিকে পুলিশ রামচন্দ্রদী গ্রামে একই রাতে অভিযান চালিয়ে প্রায় ১ ডজন মাদক মামলার আসামি হাছিনা বেগমকে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন