শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চরাঞ্চলের নারীদের নিয়ে আলোচনা সভা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা
‘অধিকার, মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডব্লিউএইচআর প্রকল্পের উদ্যোগে টাঙ্গাইলের কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহপাড়া গ্রামে গ্রামীণ জনপদের চরাঞ্চলের নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আব্দুল্লাহপাড়া অধিকার সুরক্ষা কমিটির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রওশন আরা, আব্দুল্লাহপাড়া কিশোরী ক্লাবের সভাপতি শিরীন আক্তার, সাধারণ সম্পাদক মিনা আক্তার, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টঙ্গাইল ইউনিটের আইএফও এহসানুল হক খান ও আলম খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন