মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের কাতার প্রবাসী নাসিরের স্ত্রী আসমা বেগম (৩৫)কে পরিকল্পিত ভাবে খুনের দায়ে মঠবাড়িয়া থানা পুলিশ ননদ ফিরোজা বেগমকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। নিঃসন্তান গৃহবধূ আসমা হত্যার ঘটনায় নিহতের মামা জালার মৃধা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী নাসির খান (৪০), ননদ ফিরোজা বেগম(৪৮), ননদের ছেলে ফয়সাল (২৫), ননদ-জামাই সালাম মুন্সি (৬৫) সহ ৭জনকে আসামি করা হয়। এদিকে শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে নিহত আসমার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। মামলা সূত্রে জানা যায়, আসমা নিঃসন্তান হওয়ায় প্রবাসী স্বামী নাসিরের নির্দেশে তার বোন, বোনের জামাই ও ছেলেরা মিলে পরিকল্পিতভাবে গত মঙ্গলবার সন্ধ্যায় হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে ঘর তালাবন্ধ করে রাখে। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার বিকেলে ননদ ফিরোজা বেগম দরজা খুলে পুলিশকে পঁচাগলা লাশ দেখিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ননদ ফিরোজাকে সন্দেহভাজন হিসেবে আটক করে আজ ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই মোঃ মজিবুর রহমান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ননদকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে থানা পুলিশ উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আবদুল লতিফ খানের পুত্র নাসির খানের তালাবন্ধ ঘর থেকে তার স্ত্রী আসমা বেগমের লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন