শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শীতের সবজি মিলছে বর্ষায়

বদলে গেছে সময়, যশোরে টমেটো উৎপাদনে রেকর্ড

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

যশোর থেকে রেবা রহমান : যশোরে গ্রীষ্মকালীন টমোটো উৎপাদন হচ্ছে ব্যাপক। গত কয়েক বছরের ব্যবধানে অন্যান্য সবজির মতো টমেটোতে রেকর্ড গড়েছে যশোর। এই তথ্য জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একসময় গ্রীষ্মকালে টমোটোর স্বাদ পাওয়া যেত না। যশোরের বাঘারপাড়াসহ বিভিন্ন মাঠের মাচায় থরে থরে ঝুলে আছে কাঁচাপাকা বর্ষাকালীন টমেটো। দেখতে অবিকল আঙ্গুরের মতো। টমেটো সাধারণত শীতকালীন সবজি। এখন পুরাদমে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ ও উৎপাদন হচ্ছে। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা বলেছেন, চাষিরা টমেটো আবাদ করে লাভবান হয়েছেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অধীনস্থ উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ বিভিন্ন প্রকার সবজির নতুন নতুন উচ্চফলনশীল ও গুনগত মানসম্পন্ন জাত উদ্ভাবন করছে। গবেষণার ফলাফল হিসেবে গ্রীষ্মকালীন টমেটোর কয়েকটি জাত কৃষক পর্যায়ে চাষের জন্য ২০১২ সালে মুক্তায়িত করা হয়। গ্রীষ্মকালীন টমেটোর জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় টমেটো উৎপাদনে সক্ষম। পরীক্ষামূলকভাবে যশোরে নতুন উদ্ভাবিত গ্রীষ্মকালীন জাতের হাইব্রিড টমেটো আবাদ শুরু হয়। যশোরে নেটহাউজ পদ্ধতিতে টমেটো আবাদ ও উৎপাদনে ব্যাপক সাড়া পড়ে চাষিদের মাঝে। বর্তমানে যশোরের হাট-বাজারে প্রচুর বর্ষাকালীন টমেটো পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে টমেটো অভ্যন্তরীণ চালান হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে।
সংশ্লিষ্টদের হিসাবমতে, প্রতিবিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে প্রায় আড়াই লাখ টাকা আয় করা যাচ্ছে খরচাদি বাদে। একবার আবাদ করে কয়েকমাস টমেটো পাওয়া যায়। যার জন্য খরচও হয় কম। টমেটো চাষীরা জানিয়েছেন, চারা লাগানোর ৬০ দিনের মধ্যে পাকা টমেটো জমি থেকে সংগ্রহ করা যায়। কাঁচা টমেটো সংগ্রহ হয় তার আগেই। মাচায় টমেটো আবাদের কারণে গাছে পোকা মাকড়ের আক্রমণ খুব একটা হয় না। সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় একেবারেই কম। টমেটো অবাদ ও উৎপাদনের বিরাট সাফল্যে সংশ্লিষ্ট কর্মকর্তারাও খুশী। সেজন্য মাঠে মাঠে চাষীদের মাঝে টমেটোর উৎপাদন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দেয়ার ব্যবস্থা নিয়েছে কৃষি গবেষণা ইন্সটিটিউট।
কৃষি বিজ্ঞানীরা জানান, টমেটোর গাছ বাঁচিয়ে রাখতে বাঁশের কাঠামোতে নৌকার ছইয়ের আকৃতি করে স্বচ্ছ পলিথিনের ছাউনি দিতে হয়। তাতে টমেটো নষ্ট হয় না। নতুন চাষ পদ্ধতিতে নতুন জাতের গ্রীষ্মকালীন টমেটোর আবাদ ও উৎপাদন বেড়েছে যশোরের বিভিন্ন মাঠে। কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রযুক্তি নিয়ে মাঠে মাঠে কৃষকরা এখন হাইব্রিড টমেটো আবাদ ও উৎপাদন করছে। চাষি ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা গ্রীষ্মকালীন টমেটোর ফলন দেখে অভিভুত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ মফিজুর রহমান চাকলাদার ১১ নভেম্বর, ২০১৭, ৯:৪৫ পিএম says : 0
দৈনিক ইনকিলাব এর বস্তুনিষ্ঠ খবর পড়তে ভাল লাগে, আমিও কি কোন বস্তুনিষ্ঠ এবং প্রকাশ যোগ্য সংবাদ পেলে পাঠিয়ে দিতে পারি ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন