রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমহরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার বিল ও জলাশয়ে অবাধে চলছে নিষিদ্ধ বাদাই ও কারেন্ট জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন। বিশেষ করে টেংরা, পুটি, কই, ছোট ছোট বোয়াল মাছ দেদারছে ধরা হচ্ছে। এব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। চাটমোহরের চলনবিল, বওসা বিল, ডিকশির বিল, চিকনাই নদী, গুমানী নদী, খলিশাগাড়ী বিল, আফরার বিল, পদ্মবিলসহ সব বিলে এ মাছ ধরার উৎসব চলছে। বিলে পানি বৃদ্ধির সাথে সাথে এসকল মাছ ধরা হচ্ছে। একই সাথে উপজেলার রেলবাজার,মির্জাপুর,ছাইকোলা,হান্ডিয়াল হাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। এসকল কারেন্ট জালের অবাধ ব্যবহারে দেশী প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে সোতি বাঁধ স্থাপনের প্রক্রিয়া চলছে। এলাকার জনপ্রতিনিধি ও সচেতন মহল তারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ নিধন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ছোট মাছ ও পোনা নিধন বন্ধে ব্যবস্থা নিলে আগামীতে এ অঞ্চলে দেশী মাছের প্রাচুর্য দেখা দিবে। রোববার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, চলনবিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারেন্ট ও বাদাই জাল আটক করা হবে। এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন