শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবগঞ্জে টানা পাঁচ দিন পর বিদ্যুৎ সরবরাহ

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : অবশেষে টানা ৫ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিডিবির বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। জানাগেছে, শনিবার ভোরে ঢাকা থেকে ট্রাক যোগে একটি নতুন ট্রান্সফরমার শিবগঞ্জ সাব স্টেশনে এসে পৌঁছে। এরপর রাতে সেটি নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়। পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জানান, চাহিদা মোতাবেক ঢাকা থেকে ৫ এমবিএ পাওয়ার ট্রান্সফরমারটি শুক্রবার বিকেলে ট্রাক যোগে পাঠানো হলে শিবগঞ্জে শনিবার ভোর ৬টায় এসে পৌঁছায়। ট্রান্সফরমার স্থাপনের কাজ শেষে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। এরপর রোববার দুপুরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় অচল হয়ে পড়েছে হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা সেবা। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মচঞ্চলতা। প্রসঙ্গত, বুধবার সকাল ৭টায় শিবগঞ্জের ৫ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে গেলে শিবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় টেকনিশিয়ানরা উক্ত পাওয়ার ট্রান্সফরমারটি মেরামত করলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কিন্তু ঘণ্টাখানেক পর আবারও বিকল হয়ে যায়। এরপর থেকে শিবগঞ্জ পৌর শহরের প্রায় ১৪ হাজার গ্রাহক অন্ধকারে নিমজ্জিত রয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন