শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প বিকাশে আইপিডিসি ও বাংলাদেশ ব্যাংক চুক্তি

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের সাথে ‘রিফাইন্যান্স স্কীম ফর সেটিং আপ অ্যাগ্রো-বেসড ইন্ডাস্ট্রিস ইন রুরাল এরিয়াস’ এর অধীনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই স্কীমের অধীনে গ্রামাঞ্চলের কৃষিভিত্তিক শিল্পগুলো সুবিধাজনক আর্থিক সেবা উপভোগ করতে পারবে এবং এটি গ্রাম ও মফস্বলের অর্থনীতিতে কৃষির অগ্রগতি বৃদ্ধিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, ডিএমডি ও রিটেইল হেড এএফএম বরকতুল্লাহ, জিএম ও হেড অব কর্পোরেট বিজনেস রিজোয়ান ডি শামস, হেড অব ট্রেজারি নাভেদ ওয়াহেদ আসিফ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন