গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীতে গত বুধবার বিকেল থেকে পতালক আসামি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সদস্যরা। ওই অভিযানে জেলার পাচটি উপজেলা থেকে মোট ৭১ জন আসামি গ্রেফতার করে। রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম জানান, বিশেষ অভিযানে রাজবাড়ী সদর উপজেলা থেকে ২৫ জন, পাংশা উপজেলা থেকে ১০ জন, গোয়ালন্দ উপজেলা থেকে ১০ জন, বালিয়াকান্দি উপজেলা থেকে ৮ জন, কালুখালী উপজেলা থেকে ৮ জন এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা ১০ জন সাজাপ্রাপ্ত, মাদক ও বিভিন্ন মামলার আসামীকে গ্রেপ্তার করে। এই অভিযান চলমান থাকবে।
মুরগির ফার্মে ডাকাতি
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কৃজ্ঞপুর গ্রামে বুধবার রাতে একটি মুরগির খামারে নিরাপত্তা প্রহরীকে বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। খামারটির মালিক রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কৃজ্ঞপুর গ্রামের মৃত মহম্মদ ইসলামের ছেলে রফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে ১২ টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশ পরিহিত ডাকাত দল তার খামারের নিরাপত্তা প্রহরী রঞ্জিত কে বেধে রেখে খামারের মোট ১৫ টি তালা ভাঙ্গে সেই সাথে দুটি মোবাইল ও ক্যাশে থাকা নগদ ২৬ শ’ টাকা নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন