অতিবৃষ্টিতে খালাসে অচলদশা
শফিউল আলম : ভিয়েতনাম থেকে আমদানিকৃত চালের প্রথম চালান নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। উভয় জাহাজে মোট রয়েছে ৪৭ হাজার মেট্রিক টন চাল। এরমধ্যে গতকাল (বৃহস্পতিবার) বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের জেটি-বার্থে এসে ভিড়েছে ২০ হাজার মেট্রিক টন চালবাহী জাহাজ ‘এমভি ভিসাই ভিসিটি-৫’। কিন্তু দিনভর প্রবল বর্ষণের সাথে দমকা হাওয়ার কারণে জাহাজটি থেকে চাল খালাস কাজ অচলাবস্থার মুখে পড়েছে। ২৭ হাজার মেট্রিক টন চাল বোঝাই অপর জাহাজ ‘এমভি প্যাক্স’ গত মঙ্গলবার বহির্নোঙরে ভিড়েছে। ল্যাবে নমুনা পরীক্ষা ও শুল্ক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সেখানে আংশিক চাল লাইটারেজ কার্গোজাহাজে খালাস (লাইটারিং) করার পর এটি আগামী কয়েকদিনের মধ্যে জেটিতে এসে ভিড়তে পারে এমনটি আশা করছে কর্তৃপক্ষ সূত্র। তবে অতি বৃষ্টিপাতসহ বৈরী আবহাওয়ার কারণে চাল খালাস বিলম্বিত হতে পারে। এ বছর ভিয়েতনাম থেকে ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে। উপরোক্ত দুই জাহাজের চালান এরই অংশ। দেশে চালের ঘাটতি ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভিয়েতনাম থেকে সরকারিখাতে দ্রুত প্রক্রিয়ায় চাল আমদানির ব্যাপারে বাংলাদেশ-ভিয়েতনাম সরকারের মধ্যে স¤প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চালবাহী জাহাজ ‘এমভি ভিসাই ভিসিটি-৫’ গত ১৩ জুলাই বহির্নোঙরে এসে পৌঁছায়। এরপরই চালের নমুনা পরীক্ষা ও শুল্ক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু লাইটার জাহাজের ঘাটতির কারণে বহির্নোঙরে চাল খালাসে বিলম্ব ঘটে। খালাস হয় প্রায় ৩ হাজার মেট্রিক টন। গতকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভিড়ে। চাল খালাসের জন্য আগেই খাদ্য বিভাগ ও বন্দর-সংশ্লিষ্টদের প্রস্তুতি ছিল পুরোদমে। কিন্তু গতকালের টানা বর্ষণের সাথে দমকা থেকে ঝড়ো হাওয়ায় চাল খালাস শুরুই করা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত। ‘ভিসাই ভিসিটি-৫’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হচ্ছে ইউনি শিপিং। তাছাড়া বৈরী আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে চাল, গমসহ খোলা বা বস্তাজাত খাদ্যশস্যের লাইটারিং খালাস কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানান লাইটার জাহাজ মালিকদের প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ। সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ সমুদ্র বন্দরসমূহকে ৩নং সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে।
এদিকে বহির্নোঙরে অবস্থানরত ভিয়েতনামের ২৭ হাজার মেট্রিক টন চালবাহী অপর জাহাজ ‘এমভি প্যাক্সে’র চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কর্তৃপক্ষ সূত্র জানায়, চালের খালাস প্রক্রিয়া জটিলতা ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন