শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে প্রাইভেট পড়তে গিয়ে আহসানুল আলম অনুপম (১৫) ও মাইনুর রহমান দূর্জয় (১৫) নামের দুই মেধাবী স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তারা দু’জনেই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আজ পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে, সন্তানের চিন্তায় অস্বুস্থ্য হয়ে পড়েছেন তাদের পরিবার। গতকাল শুক্রবার সকাল ৬টায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

এলাকাবাসি সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের ছেলে আহসানুল আলম অনুপম (১৫) ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের ছেলে মাইনুর রহমান দূর্জয় (১৫) প্রাইভেট পড়তে শিক্ষকের নিকট যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধার পরও বাসায় না ফিরলে তাদের খোঁজ-খবর করা শুরু হয়। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওই দুই স্কুলছাত্রের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেই সাথে বাসায় তাদের ব্যবহৃত জামা-কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্রও না থাকায় অভিভাবকগন আরো দুঃচিন্তায় পড়েন। বাসায় না ফেরায় সন্তানদের চিন্তায় বর্তমানে দুই শিক্ষকের পরিবারের আতœীয়-স্বজন সকলেই অসুস্থ্য হয়ে পড়েছেন। ছেলে দু’টি নিখোঁজ হওয়ার পর হতে রহস্যজনক কারণে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দু’টিও রয়েছে বন্ধ। ইতোমধ্যে নিখোঁজ স্কুলছাত্র দুটির পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল আতœীয়-স্বজনদের বাসায় খোঁজ নিলেও তাদের কোন সন্ধান মেলেনী। ছেলে দু’টি মেধাবী ও একই শ্রেণীতে অধ্যায়ন করায় তাদেরকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। নিখোঁজ এই ছেলেদের কোথাও কোন ধরনের সন্ধান মিললে যথাক্রমে সাজেদুল আলম ০১৭১৬-৭২০৬০০ এবং জালাল উদ্দীন ০১৭২৪-৯৮৫৬২০ নম্বারে সন্ধান প্রদানের জন্য অসহায় দুই পিতা সকলের প্রতি আকুল আদেন করেছেন। এ ব্যাপারে শুক্রবার রাত ১০টার দিকে সাপাহার থানায় পৃথক পৃথক দু’টি জিডি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন