শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছাতকে অবৈধ চুনাপাথর ব্যবসা

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

এএফএম ফারুক-চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে : ছাতক সিমেন্ট কারখানায় খোলাবাজারে চুনাপাথর বিক্রির দায়ে ফুঁসে উঠছেন ব্যবসায়িরা। এতে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। একটি সিন্ডিকেটের মাধ্যমে কারখানার কর্তৃপক্ষ এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ ও লাফার্জ হোলসিম লিঃ এর সিমেন্ট তৈরীর প্রধান কাঁচামাল চুনাপাথর ভারত থেকে আমদানি করা হচ্ছে। এসব চুনাপাথর আমদানির ক্ষেত্রে কারখানাগুলো সরকারকে ১০% হারে সম্পূরক শুল্ক দিলেও বিক্রয়ের উপর তাদের কোন ভ্যাটও অগ্রিম আয়কর দিতে হচ্ছেনা। কিন্তু কোম্পানীর কাঁচামাল বিক্রির অনুমোদন না থাকার পরও কর্তৃপক্ষ অবৈধভাবে খোলাবাজারে চুনাপাথর বিক্রি করে যাচ্ছেন। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, ভারত থেকে সাধারণ চুনাপাথর আমদানী কারকদের সম্পূরক শুল্ক ২৫% ও মালামাল বিক্রয়ের উপর আরো ১৫% হারে ভ্যাট পরিশোধ করতে হচ্ছে। এক্ষেত্রে ছাতক সিমেন্ট কোম্পানীর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারি সেনাকল্যাণ নামক একটি প্রতিষ্ঠানের কাছে বিনা টেন্ডারে বর্তমান বাজার মূল্যের অর্ধেকেরও কমমূল্যে চুনাপাথর বিক্রি করা হচ্ছে। যাহা শুল্ক ও ভ্যাট আইনের সম্পূর্ণ পরিপন্থী। চুনাপাথরের বর্তমান বাজার মূল্য প্রতি মেঃটন ৫হাজার থেকে সাড়ে ৫হাজার টাকা হলেও ছাতক সিমেন্ট কোম্পানী কর্তৃপক্ষ প্রতি মেঃটন বিক্রি করছে ১হাজার ৮শ’টাকায়। এভাবে কারখানার সাইন বোর্ডের আড়ালে মধ্যস্বত্বভোগিরা ৩শ’ মেঃটন চুনাপাথর বিক্রি করে প্রত্যহ হাতিয়ে নিচ্ছে ৫ থেকে ৬লাখ টাকা। এতে চুনাপাথর ব্যবসায়ি ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে সিলেট কাস্টমস্ এক্সাইজও ভ্যাট সার্কেলের কমিশনারেট বরাবরে ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রæপের প্রেসিডেন্ট আহমদ সাখাওয়াত চৌধুরী সেলিম ও জেনারেল সেক্রেটারী আলহাজ্ব সৈয়দ তৌফিক আহমদ ইকবাল এবং ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি জয়নাল চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ গত ৫জুন একটি লিখিত অভিযোগ দেন। নেতৃবৃন্দ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে, সরকার ব্যবসা করেনা, ব্যবসায়িদের সহযোগিতা করে। কর্তৃপক্ষের এহেন আচরণ প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন বলে তারা দাবি করেন। এব্যাপারে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আবু সাইদ বলেন, বিসিআইসির অধিনস্থ প্রতিষ্ঠানে আমদানিকৃত মালামাল সরবরাহের একটি আদেশ রয়েছে। এআদেশের প্রেক্ষিতে সেনাকল্যান সংস্থার নিকট তারা চুনাপাথর বিক্রি করছেন। তিনি ব্যবসায়িদের লিখিত অভিযোগে ছাতক স্থল শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, ভ্যাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় ও সহকারি রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন সমন্বয়ে ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shaukaut ২৪ জুলাই, ২০১৭, ৪:৩৩ এএম says : 0
deshke shothik vhabe porichalona korte jolr venezuelar moto deshe revhulution sristi korte jobe ei chara onno upay nei
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন