আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনিতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৭৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৫ রিটার্নিং কর্মকর্তা এ প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে ৬১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৬০, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর পদে ১২১ এবং সাধারণ মেম্বর পদে ৪৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাঁছাই, প্রার্থীতা বাতিল ও প্রার্থীতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৭৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। শোভনালী ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪১। চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বর পদে ৯ এবং পুরুষ মেম্বর পদে ২৭ জন। চেয়ারম্যান পদে ম. মোনায়েম হোসেন (নৌকা), আছিফুর রহমান তুহিন (ধানের শীষ), সাইফুল্লাহ (লাঙ্গল), লুৎফর রহমান (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী পান্না কায়সার (চশমা প্রতীক) পেয়েছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে সালেহা আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধহাটা ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫৫। চেয়ারম্যান পদে ৩, মহিলা মেম্বর ১১ এবং পুরুষ মেম্বর ৪১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আ ব ম মোছাদ্দেক (নৌকা), আব্দুল হান্নান (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী শরিফা খাতুন ফুটফুটি (ঘোড়া প্রতীক) পেয়েছেন। কুল্যা ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫৫। চেয়ারম্যান পদে ৪, মহিলা মেম্বর ১০ এবং পুরুষ মেম্বর ৪১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আবু সাইদ ঢালী (নৌকা), এস এম রফিকুল ইসলাম (ধানের শীষ), ইয়াকুব আলী (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা দেলওয়ার হোসাইন (ঘোড়া প্রতীক) পেয়েছেন। দরগাহপুর ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫৪। চেয়ারম্যান পদে ৭, মহিলা মেম্বর ১৩ এবং পুরুষ মেম্বর ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে শেখ মিরাজ আলী (নৌকা), শেখ তারিকুল হাসান (ধানের শীষ), মাহবুবুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আ.লীগ সমর্থক স এস এম জমির উদ্দীন (ঘোড়া) ও বিএনপি সমর্থক সাইফুদ্দীন খান (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মামুন (টেবিল ফ্যান) ও জাহাঙ্গীর হোসেন (আনারস) প্রতীক পেয়েছেন। বড়দল ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫৯। চেয়ারম্যান পদে ৮, মহিলা মেম্বর ৮ এবং পুরুষ মেম্বর ৪৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আব্দুল আলিম (নৌকা), আজহারুল ইসলাম মন্টু (ধানের শীষ), সবুর সরদার (হাতপাখা), আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গাজী (ঘোড়া), আব্দুল হান্নান মন্টু সরদার (আনারস), বিশ্বজিত ম-ল (ঢোল) ও আবুল কালাম সানা (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আব্দুল গফুর (চশমা প্রতীক) পেয়েছেন। আশাশুনি সদর ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৫৩। চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বর ১৫ এবং পুরুষ মেম্বর ৩৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু (নৌকা), আবু হেনা মোস্তফা কামাল হেনা (ধানের শীষ), আজাদ হোসেন টুটুল (লাঙ্গল) এবং আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী ঢালী সামছুল আলম (আনারস) ও স ম সেলিম রেজা মিলন (চশমা প্রতীক) পেয়েছেন। শ্রীউলা ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৮। চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বর ১০ এবং পুরুষ মেম্বর ৩৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আবু হেনা মো. সাকিলুর রহমান (নৌকা), অ্যাড. নূরুল আমিন (ধানের শীষ), এবং আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী এম এ নূর মোহাম্মাদ সরদার (ঘোড়া), অ্যাড. জহুরুল হক (আনারস) ও দীপঙ্কর বাছাড় দিপু (চশমা প্রতীক) পেয়েছেন। খাজরা ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৬১। চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বর ১০ এবং পুরুষ মেম্বর ৪৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে শাহনেওয়াজ ডালিম (নৌকা), সাংবাদিক বোরহান উদ্দীন বুলু (ধানের শীষ), হাফিজুল ইসলাম (হাতপাখা) এবং আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস মোল্লা (ঘোড়া) ও রবিউল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন। আনুলিয়া ইউনিয়নে চূড়ান্ত প্রার্থী ৫২ জন। চেয়ারম্যান পদে ৩, মহিলা মেম্বর ১০ এবং পুরুষ মেম্বর ৩৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আলমগীর আলম লিটন (নৌকা), রুহুল কুদ্দুস (ধানের শীষ) এবং আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান (আনারস প্রতীক) পেয়েছেন। প্রতাপনগর ইউনিয়নে চূড়ান্ত প্রার্থী ৫৪ জন। চেয়ারম্যান পদে ৩, মহিলা মেম্বর ১১ এবং পুরুষ মেম্বর ৪০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে শেখ জাকির হোসেন (নৌকা), শেখ শাহ আলম (ধানের শীষ) এবং আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী খালিদুর রহমান বাবু (আনারস প্রতীক) পেয়েছেন। কাদাকাটি ইউনিয়নে চূড়ান্ত প্রার্থী ৪৬ জন। চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বর ৯ এবং পুরুষ মেম্বর ৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে দিপঙ্কর কুমার সরকার দীপ (নৌকা), তুহিন উল্লাহ (ধানের শীষ), আব্দুল আজিজ (হাতপাখা), আ.লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক (চশমা) এবং মিজানুর রহমান মন্টু (আনারস প্রতীক) পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন