শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসায় শতভাগ পাস

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদী জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা অতীত গৌরব অব্যাহত রেখেছে। সদ্য ঘোষিত আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নরসিংদীর জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এই মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় মোট ৩৯ জন ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন ছাত্রী এবং জিপিএ-৪ পেয়েছেন ২০ জন ছাত্রী। মাদ্রাসার প্রিন্সিপাল স্যাইয়েদা মারজানা জাবীন জানিয়েছেন, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসাটির ফলাফল পূর্বে গন্য করা হতো জামেয়া কাসেমিয়া মাদ্রাসার সাথে। সে সময় মাদ্রাসাটি প্রায় সবকটি ফলাফলই শতভাগ পাশের গৌরব অর্জন করে। বিগত ৭ বছর ধরে মাদ্রাটির ফলাফল মহিলা মাদ্রাসা হিসেবে গন্য করা হচ্ছে। এ ৭ বছরেও মাদ্রার ফলাফল খুবই গৌরবজনক ছিল। এবছর শতভাগ পাশের গৌরব অর্জনের মাধ্যমে মহিলা মাদ্রাসাটি একটি সমৃদ্ধ ফলাফল অর্জন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abul hasnat ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৯ পিএম says : 0
2018 saler Alim porikkar jonno Suggeatioon lagbe
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন