মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারে বাসের ভেতর থেকে পোশাক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে অপেক্ষমান একটি বাসের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগরের কাছে সড়কের পাশে পাকিং করা ‘খাজা গরিবে নেওয়াজ আশুলিয়া ক্লাসিক পরিবহন’র বাসের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম (৩৫) জামালপুর জেলার সদর থানার নাছিম পুর এলাকার মৃত কয়েন উদ্দিনের পুত্র। সে আশুলিয়া এলাকার সাউদান সোয়ের্টার কারখানার শ্রমিক। খাজা গরিবে নেওয়াজ আশুলিয়া ক্লাসিক পরিবহনের বাসটি মহাখালী-আব্দুল্লাহপুর ও বাইপাইল রোডে চলাচল করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, পথচারীরা সড়কের পাশে থাকা বাসটির ভিতরে পিছনের দিকে হাত-পা বাধা বাধা এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। বাসে ভিতরে গাড়ি পরিস্কার করার ঝুট কাপড় দিয়ে লাশের হাত-পা বাধা ছিল। গলায় একই কাপড় পেঁচানো ছিল। প্রাথমিক ভাবে তিনি ধারনা করছেন, জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরেও জখমের চিহ্নও রয়েছে। পুলিশের ধারনা পূর্ব শত্রæতা, অথবা সে বাসের যাত্রী ছিল ছিনতাই করে সর্বস্ব নিয়ে হত্যা করে লাশটি বাসের ভিতরেই ফেলে রেখে পালিয়ে যায়। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে ওই পুলিশ কর্মকর্তা আর কিছু বলতে রাজী হননি। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও তার সহকারীকে আটক করার চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন