চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। উভয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। কালিকাপুরের মিরশান্নী বাজারে অনুষ্ঠিত সম্মেলনে ডাঃ মীর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, আবদুল্লাহ হিল বাকী, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার, উপজেলা যুবদল সভাপতি এম জাকারিয়া, বিএনপির উজিরপুর ইউনিয়ন সভাপতি আতিকুল ইসলাম, চিওড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবকদল সেক্রেটারী এছাক ব্যাপারী, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা তৃণমূল দলের সাংগঠনিক সম্পাদক মির্জা হিরণম বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, লোকমান, ইয়াছিন। কালিকাপুরের সম্মেলনে গণতান্ত্রিক ভোটে নির্বাচিতরা হলেন; সভাপতি ডাঃ মীর আহাম্মদ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসলাম, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাবুল, যুগ্ম সম্পাদক কামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার। এছাড়া শ্রীপুর ইউনিয়ন বিএনপিরও একইভাবে গণতান্ত্রিকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন