শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আ’লীগের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদের বক্তব্য

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : কোম্পানীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে পৌরসভা হল রুমে মিটিং করতে না পেরে বাংলাদেশে আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির বিরুদ্ধে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া অপ-প্রচার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ। গত শুক্রবার সকালে মওদুদ আহমদ নিজ বাসভবনে বলেন, তার নির্বাচনী এলাকায় বিএনপিকে মিছিল, মিটিং করতে দেওয়া হয় না।
গতকাল শনিবার দুপুর ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া ছিল। তখন বিএনপির আমলে গরু, ছাগল, পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। আ’লীগের সিনিয়র নেতাদেরকে উপজেলার বিভিন্ন জায়গায় মারধর করে। এক পর্যায়ে ২০০৮ সালে আ’লীগ নির্বাচিত হওয়ার পর সকল রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে বৈঠক করে কোম্পানীগঞ্জে রাজনৈতিক সমাঝোতা করি। এখন মনে হচ্ছে সে কথা তারা ভুলে গেছে। বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে কোম্পানীগঞ্জে আবার পুনরায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করছে। আমরা তাদের এ ষড়যন্ত্রে তীব্র নিন্দা জানাই। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে আ’লীগের দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শনিবার বিকেলে ৪টায় ফুড ফেয়ার চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সেলিম লিখিত বক্তব্যে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, অনেক মহানায়ক দেশে রয়েছে। তাদের নির্বাচনী এলাকায় বিএনপিকে মিছিল মিটিং করতে দেওয়া হয় না। প্রশাসন ও মেয়রের অনুমতি পেলেও রাতের অন্ধকারে প্রশাসনের পক্ষ থেকে তা নিষেধ করা হয়। তিনি আরো বলেন, মেয়র আমাদেরকে পৌরসভার হলে মিটিং করার অনুমতি দিয়েছিলেন। আমাদের দলে কোন কোন্দল নেই। যারা বলে কোন্দল আছে তাদের কথাগুলো আমাদের সন্দেহ হয়। মওদুদ আহমদের বক্তব্যের কারণে আ’লীগের যে সংবাদ সম্মেলন সেটি সঠিক নয় বলে মনে করি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন