বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ভারতের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষের মৃত্যুতে আমদানি-রফতানি বন্ধ রেখেছে সে দেশের আমদানি-রফতানিকারকেরা। এ কারণে রোববার দ্বিতীয় দিনের মত আমদানি-রফতানি বন্ধ আছে সোনামসজিদ স্থলবন্দরে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, শনিবার সকালে রাম চন্দ্র ঘোষ পরলোক গমন করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার আংশিক ও রোববার সারাদিন পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বন্দরে সামান্য পণ্যজটের সৃষ্টি হলেও খুব অসুবিধা হবে না বলে জানান তিনি। সোমবার থেকে স্বাভাকিভাবেই পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে আশা করেন তিনি।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর পাইকড়তলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ৭ বছরের শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর ধোপপুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অসিম (৭)। শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, রোববার সকাল দশটার দিকে ধোপপুকুর পাইকড়তলা নামক স্থানে রাস্তা পার হচ্ছিল অসিম। এসময় কানসাটগামী একটি অটোভ্যান অসিমকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অসিমকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন