শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলছড়ি ঘাটে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় দুর্ভোগ চরমে

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ নিজাম উদ্দিন ছাগলনাইয়া থেকে : ছাগলনাইয়ার মুহুরী নদীর ফুলছড়ি ঘাটে ১৩০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি বন্যার পানিতে ভেসে গেছে। চলাচলের একমাত্র সাঁকোটি ভেসে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ নদীর দু’পাশের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রোববার সকালে দেখা যায় সেতু না থাকায় স্কুল, মাদ্রাসা ও কলেজে যেতে পারছেনা শিক্ষার্থীরা।
এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর নদীরকূল, পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর ও মহামায়া ইউনিয়নের উত্তর সতর নদীর কূলের কেন্দ্রস্থল মুহুরী নদীর ফুলছড়ি ঘাট। কয়েক দশক ধরে চেষ্টা করেও ৬০ হাজার মানুষের প্রাণের দাবি, মুহুরী নদীতে একটি ব্রিজ পাননি ছাগলনাইয়াবাসী। শতবর্ষী ফুলছড়ি ঘাটে খেয়া নৌকার পরিবর্তে এক দশক আগে এলাকাবাসীর প্রচেষ্টায় বিশালাকৃতির ১৩০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থ বাঁশের সাঁকো তৈরি হয়েছিল। নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছিল। এ সাঁকো দিয়ে প্রতিদিন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়, পূর্ব সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সোনাপুর নূরানী মাদ্রাসা ও পূর্ব সোনাপুর হাফেজিয়া মাদ্রাসা, কাচারি বাজার মাদরাসা, চাঁদগাজী মাদরাসা এবং হাইস্কুল অ্যান্ড কলেজ, মির্জার বাজার মাদরাসা, নুরুন নেওয়াজ হাইস্কুল, জিএমহাট উচ্চবিদ্যালয়, সলেমা নজির উচ্চবিদ্যালয়, বাংলা বাজার শাহ মাহবুবুল আলম মাদরাসা, নুরুল হক উচ্চবিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন