নেত্রকোনা জেলা সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, ঝিমিয়ে পড়া ও নিষ্ক্রীয় নেতাকর্মীদের নতুন করে সক্রীয় করার লক্ষ্যে নেত্রকোনা উপজেলা পর্যায়ে শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান।
এ উপলক্ষ্যে গতকাল রোববার চল্লিশা বাজারে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম শুরু হয়।
চল্লিশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজলিশ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সদস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক। সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মশিউর রহমান মশু, তাতী বিষয়ক সম্পাদক শেখ বিল্লাল উদ্দিন সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুখলেছুজ্জামান মোহন, সহ যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, সদর উপজেলা বিএনপির সহ সম্পাদক সাংবাদিক দিলওয়ার খান, যুবদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমল, সিরাজুল ইসলাম রুবেল, শরীফুল আলম সবুজ, মোঃ সানাউল্লাহ, পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি সারোয়ার আলম এলিন, সহ সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ সভাপতি সামছুল হুদা শামীম, শামীম খান, সামছুল ইসলাম সোহাগ, জুয়েল রানা, এখলাছ, রুবেল, হুমায়ুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন