রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০১৭

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রামগড়ে ১৪,৩০৩ শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি) থেকে : সারা দেশের ন্যায় রামগড়ে আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কর্মসূচির আওতায় (১ম রাউন্ড) ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ইউএনও আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, ওসি শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৈৗধুরী, মেডিক্যাল অফিসার ডা. চৌধুরী শারমিন হায়দার। এতে আরো উপস্থিত ছিলেন- সরকারী- বেসরকারী কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। রামগড় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সভায় জানান, রামগড় উপজেলায় ২টি ও হাফছড়ি ১টি ইউনিয়নে-৯০টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে ভ্রাম্যমান ৩টি ও হাসপাতাল স্থায়ী ১টি, অস্থায়ী ৮৬টিসহ মোট ৯০ টি কেন্দ্রে ৬-১১মাস শিশুকে ১টি নীল রঙের (১,৮২৪) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের (১২,৪৭৯) জন। সর্বমোট ১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষে দায়িত্ব পালন করবেন। এসব কেন্দ্রে ২ জন করে উপজেলা স্বাস্থ্যকর্মী, পাড়াকর্মী, স্কাস, ব্রাক, বিডিপি ও প্রাইমারী স্কুল শিক্ষকসহ ১৮০ জন স্বেচ্ছাসেবী, সেবাকর্মীরা দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন