বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচবিবিতে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : পাঁচবিবি উপজেলা লোডশেডিং-এর কারণে জনজীবন অতিষ্ঠ। প্রচন্ড গরমে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন বিদুৎ গ্রাহক। পল্লী বিদ্যুৎতের রেশনিং পদ্ধতিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। দিবা-রাত্রীতে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহ কম থাকায় রেশনিং পদ্ধতিতে চলছে বিদ্যুৎ বিতরণ। লোডশেডিং-এর কারণে গ্রাহকের মাঝে হতাশা বিরাজ করছে। তীব্র ভ্যাপসা গরম আর লোডশেডিং এর কারণে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। লোডশেডিংয়ে ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে উদ্বিঘœ। স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী পড়েছে বেকায়দা। গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বাড়তি খরচ হচ্ছে মোমবাতি আর কেরাসিন তেলের পেছনে। পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর সঙ্গে এ বিষয়ে জানতে গেলে অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করায় লোডশেডিং বিষয়ে জানতে না পারলেও ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল আলম জানান, প্রতি ২৪ ঘন্টায় ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ৫ থেকে ৮ মেগাওয়াট। ফলে রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ বণ্টন করা হচ্ছে। সেই কারণেই লোডশেডিং এর ধক্কল সইতে হচ্ছে গ্রাহকদের। এখানে পাঁচবিবি অফিসের করার কিছুই নেই। ভ‚ক্তভোগীরা অভিমানের সুরে অভিযোগ করেছেন। বিদ্যুতের সরবরাহ কম থাকলেও প্রতিনিয়ত নতুন নতুন সংযোগ প্রদান করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন