শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাঁওড়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে নিষিদ্ধ সুতি জাল দিয়ে নির্বিচারে ছোট মাছ নিধন করা হচ্ছে। এছাড়া ভেসাল জাল, কারেন্ট জাল ও চাই পেতেও ব্যাপক হারে ছোট মাছ নিধন করা হচ্ছে। এতে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হয়ে ব্যাপক আকারে ভাঙছে বাওড়ের তীর। বিলীন হচ্ছে ঘর-বাড়ি, দোকানপাট, ফসলী জমি, গাছপালা। এক শ্রেণীর অসাধু জেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে প্রায় ১০ স্পর্টে সুতি জাল ফেলে মৎস্য শিকার করছে। অথচ এ বাওড়ে প্রতি বছর সরকারীভাবে লাখ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।
সরেজমিনে উপজেলার পরানপুর, তারাইল ও ঘোনাপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয় মিটু মোল্যা, গোরা মোল্যা, সবুজ মোল্যা, রাহু মোল্যা, কামরুল শেখ ও হানিফ মিনা প্রভাব খাটিয়ে নিষিদ্ধ সুতিজাল দিয়ে ছোট মাছ শিকার করছেন। যা নদীর এক তীর থেকে অন্য তীর জুড়ে বিস্তৃত। এসব জালে নির্বিচারে ছোট পুঠি, বেলে, নলা চেলা, চিংড়ি, রুই, আইড় কাতল, মৃগেল মাছের পোনা ধরা পড়ছে। এমনকি মাছের ডিম পর্যন্ত এসব জালে আটকা পড়ছে। পানি ছাড়া কিছুই নিষ্কাষিত হতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন