রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রেলওয়ে প্লাটর্ফম দখল করে চলছে অবৈধ কারেন্ট জালের ব্যবসা

ইজারা দিয়ে খাজনা আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : মৎস্য আইনে কারেন্ট জাল উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরন বিক্রি সস্পূর্ন নিষিদ্ধ থাকলেও নাটোরের নলডঙ্গা উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের বিশাল অংশ দখল করে নিষিদ্ধ কারেন্ট জালের হাট বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে গেলেও নীরব রয়েছেন স্থানীয় প্রশাসন। অবৈধভাবে রেলওয়ে প্লার্টফমে কারেন্ট জালের হাট বসিয়ে আবার ইজারা দিয়ে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে খোদ হাট ইজারদার মালিকদের বিরুদ্ধে। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার শনিবার ও মঙ্গলবার নলডাঙ্গার হাটবার। এই দুই হাটের দিন সকাল থেকে দুপুর পযন্ত নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের দক্ষিন দিকে সেড ঘরের সামনের বিশাল অংশ দখল করে কতিপয় অসাধু ব্যবসায়ী হাট ইজারদারদের সহযোগিতায় শতাধিক নিষিদ্ধ কারেন্ট জালের দোকান বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে গেলেও নীরব রয়েছেন স্থানীয় প্রশাসন। ফলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। এদিকে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের দক্ষিণ দিকে সেড ঘরের সামনের বিশাল অংশ দখল করে নিষিদ্ধ কারেন্ট জালের হাট বসায় ট্রেনের যাত্রী ও মালামাল উঠানো নামানো বেশ অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন কুলি শ্রমিকরা। নলডাঙ্গা হাট ইজারদার মালিকের হিসাব রক্ষক রফাতল্লা জানান, কারেন্ট জালের প্রতিহাট দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকায় সাব ইজারা দেওয়া হয়। ১লা আগষ্ট মঙ্গলবার আমরা উকিল নামের একজনকে ২ হাজার ৪০০ টাকায় কারেন্ট জালের হাট ইজারা দেওয়া হয়েছে। এদিকে নলডাঙ্গার হাট ইজারদারের এক পরিচালক ব্যবসায়ী আকতার হোসেন কারেন্ট জালের হাট ইজারা দিয়ে খাজনা আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, আমরা অবৈধ কারেন্ট জালের হাট ইজারা দেওয়ার প্রশ্নই উঠে না। এ ব্যাপারে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার আকতার আলী জানান, রেলওয়ে ষ্টেশনে কোন প্রকার হাট বসানো যাবে না। রেল কৃর্তপক্ষকে না জানিয়ে এই অবৈধ কারেন্ট জালের হাট বসিয়ে অন্যায় করছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, আমি অসুস্থ্য হয়ে ছুটিতে আছি। আগামী হাটের দিন অবৈধ কারেন্ট জালের হাটসহ বাজারের জালের প্রতিটি দোকানে দোকানে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রেজা হাসান জানান, নিষিদ্ধ কারেন্ট জালের হাট বন্ধে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন