শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলা দিয়ে কৃষককে হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফারুক হাওলাদার নামের এক কৃষককে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ ফারুক হাওলাদার (৫৫) উপজেলার জানখালী গ্রামের মৃত আ. লতীফ হাওলাদারের পুত্র। জানা যায়, বশির আহমেদ বাদী হয়ে গত ৪ বছর ধরে প্রতিপক্ষ ফারুক হাওলাদারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। মামালাগুলো যথাক্রমে-মামলা নং এমপি ৫০৯/১৪, এমপি ২৩২/১৫, জিআর ২৬/১৫। বশির আহমেদ তার মামলায় এসএ খতিয়ান নং ৫৪/৫৩, দাগ নং ৪১৭,৪১৬,৫৬৬,৫৭২ ব্যবহার করেন। প্রথম মামলাটি (এমপি ৫০৯/১৪) তুষখালী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আয়েশা আক্তার মনু এর উপর আদালত তদন্তের নির্দেশ দেন। ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করায় ওই মামলাটি আদালত খারিজ করে দেয়। দ্বিতীয় মামলাটি (এমপি ২৩২/১৫) প্রথমে সাবেক ইউপি চেয়ারম্যান সোয়েবুর রহমান গোলদারের নিকট আদালত তদন্তের নির্দেশ দিলে মামলার বাদী বশির আহমেদ গুদিঘাটা সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার বরাবরে তদন্ত নিয়ে নেন। পরে সেখান থেকে তুষখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের মো. আবু সালেহ এর উপর তদন্তের দায়িত্ব নেন। সুপার সরেজমিনে তদন্ত না করে এক তরফা বশির আহমেদের পক্ষে আদালতে প্রতিবেদন প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন