বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদারীপুরে পাটের বাম্পার ফলন সোনালী আঁশে চাষিদের মুখে হাসি

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর জেলার চারটি উপজেলায় চলতি বছর অধিকাংশ পাট চাষী ভারতীয় পাটের বীজ বুনে ভাল ফসল পেয়েছে। পাটের গুণগত মানও ভালো হয়েছে বলে কৃষকরা খুশী। আর বর্তমানে বাজারে গত বছরের চেয়ে এ বছরে পাটের দাম বেশী থাকায় দাম নিয়েও কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর, রাজৈর, কালকিনি ও মাদারীপুর সদর উপজেলা চলতি মৌসুমে ৩৪ হাজার ৮৯২ হেক্টর জমিতে দেশী তোষা ও মেস্তা জাতের পাটের চাষ করা হয়েছে। বর্তমানে পুরো জেলা জুড়ে চলছে পাট কাঁটা, জাগ দেয়া পাটের আঁশ ছড়ানো, আঁশ ধোয়া, শুকানো কাজে ব্যস্ত কৃষিজীবিরা। মাদারীপুর সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া গ্রামের পাট চাষী জাহাঙ্গীর সরদার বলেন, এই বছর আমি আমার এক বিঘা জমিতে ভারতীয় পাটের বীজ দিয়ে পাট বুনছি। ফলন গতবারের চেয়ে খারাপ হয় নাই, ভালই হইছে। কালকিনি উপজেলার কর্ণপাড়া গ্রামের আরেক কৃষক ছালাম মিয়া বলেন, এহন তো বাজারে পাডের দাম খুব ভালই আছে। প্রতি মন পাট এখন ১৮শ’ টাকা থেকে ২ হাজার টাকা বিক্রি হচ্ছে। যদি পাটের দাম এমন থাকে তাহলে আমাদের আর লোকসান গুণতে হবে না। রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের পাট চাষী মিনাল রায় বলেন, পাডের দাম তো ভালই আছে বাজারে। সরকার যদি পাটের দাম ২ হাজার টাহার নিচে কমাইয়া ফেলায় তাহলে আমরা কৃষকরা বাচুমনা। যদি এই দামই বাজারে থাকে তাহলে আমরা লাভবান হমু। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম. এ. গফুর বলেন, প্রতি বছর মাদারীপুরে গতবারের চেয়ে ১০ শতাংশ পাট বেশি চাষ করা হয়েছে। দাম ভাল পাওয়ায় আগামীতে এই পাট চাষ আরও বাড়াবে। তিনি বলেন, মাদারীপুরের সমস্ত এলাকার পাট চাষীরা এখন পাট কাঁটা ধোয়া, শুকানো ও বিক্রি কাজে খুব ব্যস্ত সময় পার করছে। বাজারে দাম ভাল থাকার কারণে মাদারীপরের পাট চাষীরা পাট চাষ করতে আগের চেয়ে অনেক বেশী আগ্রহী হয়ে উঠেছে। বাজারের অবস্থা ভালো থাকলে এই অঞ্চলের প্রধান ফসলটি কৃষকের জীবনে সচ্ছলতা নিয়ে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন