বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর স্বেচ্ছাসবেক লীগ নেতা মামুন হত্যা মামলার প্রধান আসামি আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে থানার ওসি (তদন্ত) রবিউল হক সংঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী থানার পুলিশের সহযোগিতায় বিজয় সিং দিঘী সংলগ্ন আসামীর বড় ভাইয়ের বাসা থেকে রাত ১০টায় গ্রেফতার করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনকে ২০১৩ সালের ৯ই নভেম্বর সন্ত্রাসীরা তার নিজ বাড়ির দরজায় নৃশংসভাবে কুপিয়ে আহত করে। ১৩ই নভেম্বর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ইদ্রিছ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালে হত্যা মামলা হওয়ার পর কোম্পানীগঞ্জ থানার তখনকার এস.আই বর্তমান ওসি (তদন্ত) রবিউল হক এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক থানায় যোগদানের প্রথম দিন স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াস উদ্দিন মামুন (২৮) হত্যা মামলার প্রধান আসামি আবদুল মান্নানকে ফেনী থেকে গ্রেফতার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন