বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁপাইনবাবগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হঠাৎ করে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত তিনদিনে জেলা শহরের প্রাণকেন্দ্র ক্লাবসুপার মার্কেটসহ উদায়ন মোড়, শাহীবাগ, প্রান্তিকপাড়া এলাকায় অন্ত ১০টি চুরির ঘটনা ঘটেছে। এরফলে শহরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। বৃহস্পতিবার রাতে শহরের প্রাণকেন্দ্র ক্লাবসুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাঁধুনী হোটেল এন্ড রেস্টরেন্টে চুরি হয়েছে। এসময় হোটেলের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। ওই হোটেলের মালিক মতিউর রহমান মজি জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হোটেল বন্ধ করে তিনি বাড়ি চলে যান। শুক্রবার সকালে হোটেলের কর্মচারীরা রন্ধনশালার বক্সফ্যান ও সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা দেখে।পরে হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে ক্যাসবাক্স ভেঙ্গে টাকা নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার গভীর রাতে শহরের উদয়ন মোড়, শাহীবাগ, ঢাকা স্ট্যান্ড, প্রান্তিকপাড়াসহ কয়েকটি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে সিরিজ চুরির ঘটনা ঘটে। ওইদিন উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল, শাহীবাগ এলাকার ব্যবসায়ী আবদুল হান্নানের মেসার্স এসএফ এন্টারপ্রাইজ, শাহীবাগ এলাকার তৌফিক উদ্দিনের দোকান, একই এলাকার শফিকুল ইসলামের বাড়ি ও ঢাকা স্ট্যান্ড এলাকার রাজ স্যানেটেশন নামের একটি ব্যবসা প্রতিষ্টান থেকে চুরি ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন