গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শ্যামগঞ্জ বাজারে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক গৌরীপুর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন নিজের সদস্যপদ নবায়নের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান মইলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পাঞ্জর আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভি,পি বেগ ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফূজ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান কবির হীরা, নিজাম উদ্দিন সরকার, বিএনপি নেতা সাহাবুল আলম বাবুল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন