শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির আলোচনা সভা

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন : কাপাসিয়া উপজেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রো-ভিসি, খ্যাতনামা চিকিৎসক, জননেতা ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সহ-সভাপতি, মানবাধিকার কর্মী মোঃ রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ আলীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, শ্রমিক নেতা নিমাই দাস, কাসেম প্রমুখ। শহীদুল্লাহ সিকদার বলেন,“১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে মুছে ফেলার চেষ্টা করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তা করতে দেয়নি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।” এ সময় আরো উপস্থিত ছিলেন কবি অধ্যাপক শামসুল হুদা লিটন, আসাদুজ্জামান, তপন সাহা, আঃ কাইয়ুম, সমীর বণিক, মোঃ রুহুল আমীন বি.এস-সি, আবু সাঈদ, সফিকুল আলম সবুজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন