কেটে গেলে বর্ষণ বৃদ্ধির সম্ভাবনা
বিশেষ সংবাবদাদাতা, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশের সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে গতকাল (শনিবার) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্য থেকে একটি মৌসুমি নিম্নচাপের পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাবে গতকাল প্রায় দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সে.। আর এ সময়ে সর্বোচ্চ বর্ষণ হয় শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ সূত্র জানায়, এই লঘুচাপটি কিংবা পরে এটি ঘনীভূত হয়ে (নিম্নচাপ) কেটে গেলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, আগামী দু’দিনে আবহাওয়ায় পরিবর্তন এবং এর পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাত ক্রমশ বেড়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। বর্ষারোহী মৌসুমি বায়ুর বলয় তৈরি হয়ে আছে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন