গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলী উপজেলায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২-ডি সাইসমিক প্রজেক্ট অব বাপেক্স পেট্রোবাংলা তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য প্রাথমিক জরিপ কাজ শুরু করেছে। সূত্র জানায়, গত ৬ মার্চ জামালপুর থেকে শুরু করে বগুড়া গাবতলীর শেষ সীমানাজুড়ে বালিয়াদিঘীর কোলাকোপা, তল্লাতলা, নশিপুরের ইটালী, বালুপাড়া এলাকায় প্রাথমিক তালিকা মোতাবেক তেল ও গ্যাস অনুসন্ধান করার জন্য এসব স্থানে জরিপ কাজ চালানো হচ্ছে। তবে তেল ও গ্যাস ছাড়াও কর্তৃপক্ষ সেসব স্থানে কায়লাসহ স্বর্ণের সন্ধানেও সেসব বিষয়ে স্থান নির্ধারণ করে মাঠে কাজ করছেন। গাবতলী উপজেলা ছাড়াও অনুসন্ধান টিম সারিয়াকান্দি, বগুড়া সদর উপজেলাতে অনুসন্ধানমূলক কাজ চলবেন বলে জানিয়েছেন পেট্রোবাংলা। কর্তৃপক্ষ প্রতিদিন সীমানা নির্ধারনের পর এলাকাগুলোতে মাটিতে গভীরতা সৃষ্টি করে কমপক্ষে (৭০ ফিট মাটির নিচে) আধুনিক ডিজিটাল পদ্ধতিতে তেল ও গ্যাসসহ খনিজ সম্পদ সন্ধান করা হচ্ছে। এ বিষয়ে কাজে নিয়োজিত জামালপুরের শ্রমিক হাফিজুর রহমান জানান, আমরা শুধুই সীমানা নির্ধারণের কাজ করি। এরপর অনুসন্ধানের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হয়। পেট্রোবাংলা পিআরও অফিসার মো. আরিফ উদ্দিন জানান, তেল ও গ্যাস অনুসন্ধানে নির্বাচিত এলাকাগুলোতে জরিপসহ ও খনিজ সম্পদ সন্ধানের কাজ চলছে। এ বিষয়ে সরকারি সকল দফতরকে অবগত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন