কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
কুলাউড়ায় কাদিপুরে পূর্ব মনসুর গ্রামে পুকুর থেকে পান্না বেগম (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত পান্না বেগম একই গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী। জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের পান্না বেগম গত গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার সকালে একই গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত পান্না বেগমের ১৩ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন