শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হুমকি রিভলবারসহ আটক ১

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে প্রতিপক্ষ। এ সময় স্থানীয়রা হুমকিদাতা কামাল গাজীকে ৮ রাউন্ড গুলি ও ১টি রিভলবারসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১ টায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর বাজারে জাতীয় পার্টি জেপির প্রার্থী মো: দেলোয়ার হোসেন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। তখন সেখানে তার প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান নির্বাচনী গণসংযোগে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিকুর রহমানের ভাই কামাল গাজী রিভলবার দিয়ে গুলি করতে উদ্যত হলে এলাকাবাসী তাকে ৮ রাউন্ড গুলি ও একটি রিভলবারসহ তাকে আটক করে। পরে তাকে কাউখালী থানা পুলিশে সোপর্দ করা হয়। কাউখালী থানা পুলিশের উপ পরিদর্শক মো: মনির হোসেন জানান, কামাল গাজী গুলি করতে উদ্যত হলে এলাকাবাসী তাকে আটক করে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনী অফিসে আটক করে রাখে। পরে তাকে ৮ রাউন্ড গুলি ও একটি রিভলবার সহ থানায় নিয়ে যাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন