সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জানাজায় গিয়ে নেতার হাতে লাঞ্ছিত হলেন সাধারণ সম্পাদক অ্যাড. রিমন

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে মুসা মেম্বর নামে মৃত এক ব্যক্তির জানাযায় গিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন দৌলতপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের খামেদ দারোগার মোড়ে তিনি লাঞ্ছিত হোন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দৌলতপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শরিফ উদ্দিন রিমন ইসলামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মৃত মুসা মেম্বরের জানাযা শেষে ফেরার পথে খাদেম দারোগার মোড়ে স্থানীয় আওয়ামীল নেতা ও দৌলতপুর আওয়ামীলীগের সদস্য যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা ওরফে ওরুশ কবিরাজ তার গতিরোধ করেন। এসময় তিনি উন্নয়নমূলক প্রকল্প বরাদ্দ বাবদ ঘুষের ৪০ হাজার টাকা ফেরত চাইলে দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শরিফ উদ্দিন রিমন দিব দিচ্ছি বলে তালাবাহানা করলে এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ্যাড. শরিফ উদ্দিন রিমনের সমর্থক সনি নামে এক দলীয় ক্যাডার ওরুশ কবিরাজের ওপর চড়াও হলে তৎক্ষনাত উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ধাক্কা ধাক্কিতে লিপ্ত আওয়ামীলীগের দুই নেতাকে দুই দিকে সরিয়ে দেন। তবে এ ঘটনার বিষয়ে স্থানীয় আওয়ামীল নেতা সোহেল রানা ওরফে ওরুশ কবিরাজ ধাক্কা ধাক্কির কথা অস্বীকার করে বলেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্যের মাধ্যমে ৪ লক্ষ টাকার প্রকল্প দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেন দৌলতপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন। কিন্তু প্রকল্প বরাদ্দ না দিয়ে ঘুষের ৪০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করলে সোমবার তার কাছে টাকা ফেরত চাইলে তিনি উত্তেজিত হয়ে আমার ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে সরিয়ে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন