শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজ

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি স্পটে দোয়া মাহফিল ও কাঙ্গালীরভোজ অনুষ্ঠিত হয়েছে। পৌর আ’লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যেগে গতকাল বৃহস্পতিবার দিনব্যপী এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), তারাব পৌর মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজী আলাদা আলাদা ভাবে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ভ‚ঁইয়া, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, মহসিন ভ‚ঁইয়া, থানা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান মাসুম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহববুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাইম ভুইয়া, তারাব পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আহাম্মদ ভুইয়া, শামিম ভুইয়া, মান্নান ভুইয়া, রবিউল, ইয়ামিন ভুইয়া, মাসুদ ভুইয়া প্রমুখ।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২১ সালের ভেতরে এ দেশকে একটি মধ্যেম আয়ের দেশে পরিণত করবে। তাই সামনের সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে আবারো আওয়ামীলীগকে জয়ী করার আহবান জানান দেশবাসীর কাছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন