রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জামিনে বেরিয়ে বাবা-মেয়েকে গুম ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে জামিনে এসে ধর্ষণ চেষ্টা মামলার বাদিকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে আসামি ও তার লোকজন। গত ৫ আগস্ট শনিবার ছাত্রীর বাবা এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও কোন ব্যবস্থা গ্রহন না করায় শঙ্কায় দিন কাটছে পরিবারটির। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫০) গত ১৭ জুন বিকেলে একই গ্রামের ৫ম শ্রেণির ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় পরদিন ১৮ জুন ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় আসামি গিয়াস উদ্দিন গত ৩ আগস্ট হাজির হয়ে জামিনে এসে বাদিকে মামলা তুলে নেয়ার চাপ সৃষ্টি করে। মামলা তুলে না নিলে বাবা ও মেয়েকে হত্যাসহ গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। পরে গত ৫ আগস্ট শনিবার ছাত্রীর বাবা বাদি হয়ে এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে এখনও দতন্ত হয়নি। আসামী প্রভাবশলী হওয়ায় হুমকীর ভয়ে বর্তমানে বাদিসহ পরিবারটির শঙ্কায় দিন কাটছে, এলাকায় প্রকাশ্যে চলা ফেরাও করতে পারছে না। ছাত্রীর বাবা মামলার বাদী জানান, গরীব মানুষ সামান্য দোকান করে কোন রকমে জীবন যাপন চলছে। হুমকির কারণে ভয়ে দোকান চালাতে পারছে না। শঙ্কায় দিন কাটছে, মেয়েকে স্কুলে পাঠাতেও সাহস পাচ্ছে না। মামলার তদন্তকারী অফিসার এস আই জুলহাস উদ্দিন ভূইয়া বলেন, মামলার অভিযোগপত্র কোর্টে দাখিল করা হয়েছে। আসামী জামিনে এসে হুমকী দিলে এখন আমার কিছুই করার নেই। হুমকির অভিযোগ গ্রহণকারী ডিউটি অফিসার এ এস আই তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ রাখা হয়েছে। বর্তমানে ছুটিতে আছি, ছুটি শেষে থানায় এসে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়ে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বাদীকে এসে আবার একটি জিডি করে কোর্টে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যাতে আসামির জামিন বাতিল হয়ে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন