শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংস্কৃতির যে পরিচয় আমরা ধারন করি তা চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে -ড.এনামুল হক

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা, সাবেক সচিব, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর ড. এনামুল হক বলেছেন মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে দেশ সে দেশ হিন্দু মুসলিম সবার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্প্রীতি ও সংস্কৃতির যে পরিচয় আমরা ধারণ করি, তা চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। তিনি ক্লাসিক্যাল সংগীত চর্চা ও আবৃত্তি চর্চার প্রতি তাগিদ দেন। আমাদের হাজার বছরের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করার জন্য তিনি একটি টিএমএসএস জাদুঘর ও লাইব্রেরী স্থাপনেরও আহŸান জানান। এ বিষয়ে সর্বাতœক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। গত বুধবার ঠেঙ্গামারা বগুড়ায় আল্লামা অডিটোরিয়ামে পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইএমবিএ দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির কন্যা বিশ্ব ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা তৃণা এস হক, পুন্ড্র বিশ্বদ্যিালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু, ভাইস-চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ ফজলুর রহমান,ভাইস-চেয়ারম্যান ও টিএমএএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কোষাধ্যক্ষ এএইচএম গোলাম রসুল খান, পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব প্রফেসর আনসার আলী তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ মসলেম উদ্দিন, চীফ ট্রাস্ট্রি এক্সিকিউটিভ (সিটিই) ও টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, টাস্ট্রি বোর্ডের সদস্য মোঃ রবিউল করিম বেলাল, টিএমএসএস এর পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগমসহ টাস্ট্র্রি বোর্ডের সদস্য,টিএমএসএস এর পরামর্শক, উপদেষ্টাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন