শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১০০ ঘরবাড়ি ও ১০টি পোল্ট্রি ফার্ম লন্ডভন্ড

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জে টর্নেডোর আঘাতে আহত ২০
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের ১, ৩, ৪ ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ও ভ‚মিহীন বাজারে টর্নেডো আঘাতে ১০০টি ঘর বাড়ি ও ৮টি পোল্ট্রি ফার্ম লন্ডভন্ড হয়েছে। টনেডোর আঘাতে নারী পুরুষ ও শিশুসহ আহত ২০। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সময় টানা বর্ষণে চরএলাহী ইউনিয়নের দক্ষিণে ছোট নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ ঝড়, বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মধ্যে টর্নেডো চরাঞ্চলে অসহায় মানুষদের ১০০টি ঘর বাড়ি, গুচ্ছগ্রাম ও ভ‚মিহীন বাজারসহ ১০টি পোল্ট্রি ফার্ম ১০০ ফুট উপরের দিকে উড়িয়ে অন্যত্র ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটাছুটি করে এসে ২০জন আহত অবস্থায় উদ্ধার করে। আহতদেরকে উপজেলার বিভিন্ন প্রাইভেট কিèনিকে ভর্তি করা হয়। গুরুতর আহত সুমাইয়া আক্তার (১৩) নামে এক ছাত্রীর গলা কাটা অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে চরএলাহী ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিন জানান, হঠাৎ করে চরএলাহী ইউনিয়নের দক্ষিণ সীমান্ত ছোট নদীর তীর থেকে টর্নেডোর আঘাতে মানুষের ঘর বাড়ি, পোল্ট্রি ফার্ম, গুচ্ছগ্রাম ও ভ‚মিহীন বাজার লন্ডভন্ড হয়ে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম টর্নেডো ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন