রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনাইমুড়ী অভিভাবক সমাবেশ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাইমুড়ী ডিগ্রী কলেজে গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সভাপতি খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাকের, হিতৈষী সদস্য নুরুল হক ভিপি, খলিলুর রহমান খলিল, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া, আব্দুস সাত্তার, সাংবাদিক বেলাল হোছাইন ভ‚ঁইয়া। কলেজ অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও প্রভাষক মোঃ মুহিব উল্যাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কলেজ উপধাক্ষ্য শহিদুল ইসলাম পাটোয়ারী, শিক্ষক প্রতিনিধি মাসুদ হায়দার চৌধুরী, ফাতেমা আক্তার, আবদুল্লা আল মামুনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। সমাবেশে অভিভাবকগণ শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, ইউনিফর্ম বাধ্যতামূলক, বহিরাগত অনুপ্রবেশ বদ্ধ করা, নকলমুক্ত পরীক্ষাসহ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। প্রধান অথিতির বক্তব্যে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি খন্দকার রুহুল আমিন বলেন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ফলাফলের উন্নতি করার জন্য শিক্ষক-অভিভাবকদের যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষকরা ক্লাস নিশ্চিত করা ও অভিভাবকগণ নিয়মিত শিক্ষার্থীকে হোম কেয়ার করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন